শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাখাওয়াতকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ রূপগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা নাসিক ১১ ও ১২ নং ওয়ার্ডে বাবুলের পক্ষে খোকন শাহ্ ও বরকত উল্লাহ কেরানীগঞ্জের চায়না প্রকল্পের নির্মাণাধীন কাজের সরঞ্জামাদির বিষয়ে বিভ্রান্ত ও গুজব এর অভিযোগ রূপগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রধান তারেক জিয়ার রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচার: বাবুলের পক্ষে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাজহারুল ইসলাম জোসেফের বর্ণাঢ্য র‍্যালীতে শিকদার বাপ্পির যোগদান দৈনিক আজকের পত্রিকা পড়ুন

বন্দরে সোনাকান্দা ময়লার ভাগারে পরিবেশ দূষন

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৫১ এএম
  • ৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন একশ ফুট রাস্তার পাশের জায়গাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে পরিবেশ দূষিতসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সাধারন জনগন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারও লোকের যাতায়াত। গুরুত্বপূর্ন এ রাস্তার পাশে রয়েছে আবাসিক এলাকা, সোনাকান্দা ডকইয়ার্ড স্কুল, ব্যাংক, মেরিন টেকনোলজি ও বন্দর থানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

সাধারন জনগনের চলাচলের একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন স্কুল ও কলেজে যাতায়েত করে । অথচ এই রাস্তার পাশে অবস্থিত আবাসিক এলাকার কিছু লোকজন এই স্থানটিতে ময়লা-আবর্জনার স্তূপ করে রেখে পরিবেশ দূষন করে যাচ্ছে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়ায়। এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে। মসজিদে যেতে কষ্ট হয়। নামাজে দাঁড়ালে দুর্গন্ধে মনোনিবেশ করাতে কষ্ট হয়। রাস্তায় রাস্তার পাশে ময়লা ফেলার কারণে সাধারণ পথচারীদের গন্তব্যে পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত ময়লার স্তূপ সরিয়ে পথচারীদের চলাচলের উপযোগী করে তোলে।

এ ব্যাপারে ২১ নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ গণমাধ্যমকে আরো জানান, ৫ আগস্টের পর থেকে সিটি কর্পোরেশনের কার্যক্রম ভাটা পরেছে। এ ছাড়াও কিছু অসাধু কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীদের চরম উদাসিনতার কারনে ২১ নং ওয়ার্ডবাসীর কাঙ্খিত নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে।

ময়লার স্তূপের কারনে এখানকার পরিবেশ মারত্মক ভাবে দূষন হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে পরেছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort