মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:০২ অপরাহ্ন

বন্দরে র‌্যাবে জালে এক মাদক ব্যবসায়ি

  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৩.৪১ এএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে সিরাজুল ইসলাম মন্ডল (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং জব্দ করা হয় তার মোটরসাইকেল।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনপুর এলাকা থেকে সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সে ময়মনসিংহের গফরগাঁও বেলদিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম কুমিল্লা হতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি মটরসাইকেল করে ফেন্সিডিল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দরের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চেকপোষ্ট বসিয়ে দ্রুত গতিতে আসা মটরসাইকেলটিকে থামানোর জন্য সংকেত দিলে মটরসাইকেলটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাবের চৌকস দলের সহায়তায় মটরসাইকেলটি আটক করা হয় এবং আরোহী সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com