শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

পিতা-পুত্রের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, আসামি ৪৮

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫.০৪ এএম
  • ২৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে মো: জসিম খান (৩০) নামে এক যুবক‘কে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত নামে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এরআগে বুধবার গুলিতে আহত যুবক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডস্থ বিদ্যুৎ অফিস, ভূমী পল্লীর সামনে পাকা রাস্তার উপর সড়কের পাশে দাড়াইয়া আমি সহ আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায়।

আসামিরা সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর এলোপাথারিভাবে গুলি চালায়।

এক পর্যায়ে বাদীর বাম হাতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে ঢাকা সরোয়ার্দী পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান যে, তার শরীলের বিভিন্ন স্থানে মারাক্তক আঘাতের চিহ্ন ও বাম হাতে গুলির আঘাতে হাতের রক্তের নালী ছিড়ে যাওয়ায় পঙ্গুত্বর পথে।

মামলার আসামিরা হলেন:

১। একেএম শামিম ওসমান (৬৪), পিতা-মৃত একেএম শামসুজ্জোহা, সাং-৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ।

২। আজমেরি ওসমান (৪৫), পিতা-মৃত নাসিম ওসমান, সাং-৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ।

৩। অয়ন ওসমান (৩৭), পিতা-একেএম শামিম ওসমান, সর্ব সাং-৯৯ নবাব সলিমুল্লাহ রোড, পূর্ব চাষাড়া, নারায়ণগঞ্জ,

৪। শাহ নিজাম (৫৬), পিতা-শাহ নূর উদ্দিন সাং-চাষাড়া নারায়ণগঞ্জ,

৫। মোঃ মজিবর রহমান (৭৮), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি, পিতা-মৃত রজ্জব আলী, সাং-টিসি রোড মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬। ইয়াসিন মিয়া (৬২), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পিতা-মূলফত আলী, সাং-মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৭। মতিউর রহমান মতি (৫৫), পিতা-মৃত বাদশা মিয়া, আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৮। আশরাফ উদ্দিন (৪৮), পিতা-বাচ্চু মিয়া, আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

৯। পানি আক্তার (৩৮), পিতা-আবদুল করিম, আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১০। মানিক মাষ্টার (৪৮), পিতা- মাইন উদ্দিন, আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১১। ভাগিনা মামুন (৪০), পিতা-আতাউর রহমান মাষ্টার, সর্বসাং-আইলপাড়া, সুমিলপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

১২। নূর উদ্দিন মিয়া (৫৫), পিতা-মৃত বদর উদ্দিন, শিমরাইল ৪নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।
১৩। নূর ছালাম (৬৫), নাসিক ৩ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

১৪। জজ মিয়া (৫৫), পিতা-মৃত বদর উদ্দিন, শিমরাইল ৪নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

১৫। নূরুল ইসলাম (৬৮), সর্ব পিতা-মৃত বদর উদ্দিন, শিমরাইল ৪নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

১৬। শাহজালাল বাদল (৪২), পিতা-নুর সালাম সাং- নাসিক ৩ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

১৭। আব্দুল হাই মেম্বার (৬০), পিতা-মাইনউদ্দিন সাং-ওয়াবদা কলোনী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

১৮। মোঃ কবির হোসেন (৪২), সাধারণ সম্পাদক শ্রমিক লীগ, পিতা-মৃত মুল্লুক চাঁন, মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

১৯। মোঃ আল আমিন (৩০), ছাত্রলীগ নেতা, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২০। মোঃ আমিনুল ইসলাম (৩৫), যুবলীগ নেতা, উভয় পিতা-আলী মিয়া, পূর্ব কলাবাগ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২১। চায়না মাসুদ (৩৫), পিতা-জসিম ভন্ড, সাইলো গেইট সরদার বাজার, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২২। মিজানুর রহমান (৩৮), সাধারণ সম্পাদক, তাতীলীগ, ঢাকা মহানগর দক্ষিণ,

২৩। মিনহাজুর রহমান (রাইয়ান) (২৫), ছাত্রলীগ ক্যাডার, উভয় পিতা-হাবিবুর রহমান, মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২৪। জিয়াউল হক জিয়া, পিতা- শফিকুল হাজী, রোড নং-২, সাং ইশাখা লাইব্রেরী, হিরাঝিল, আ/এ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২৫। মোঃ হারুনুর রশিদ, পিতা- মৃত আঃ গফুর, সাং হিরাঝিল, আ/এ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২৬। বশির আহম্মেদ (৪৮), যুবলীগ নেতা, পিতা-সিরাজ মিয়া, জালকুড়ি মাতবর বাজার, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২৭। আমিনুল হক রাজু (৫৩), সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক লীগ, সিদ্ধিরগঞ্জ থানা, পিতা-কাসেম ভূইয়া, মিজমিজি দক্ষিণ পাড়া, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২৮। রাকিব (২৮), ছাত্রলীগ ক্যাডার, নাসিক ২নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

২৯। মোঃ আরিফ (২৬), ছাত্রলীগ ক্যাডার, পিতা-হাবুল ড্রাইভার, ২নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩০। মুন্না (২৮), ছাত্রলীগ ক্যাডার, ২নং ওয়ার্ড মিজমিজি, পিতা-নাজমুল, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩১। দোলন (৩০), সেচ্ছাসেবক লীগ নেতা, পিতা-ফজর আলী, মিজমিজি ২নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩২। শান্ত (২৫), ছাত্রলীগ ক্যাডার ৫নং ওয়ার্ড, পিতা-জাকির মিয়া, বড় বাড়ী, পশ্চিম কলাবাগ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৩। ইমন, (৩২) ছাত্রলীগ ক্যাডার, পিতা- মৃত বাবুল, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৪। সায়হান শরীফ (৩৪), ছাত্রলীগ ক্যাডার, পিতা-মজিবুর, মিজমিজি, পাগলাবাড়ী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৫। জসিম (৩৫), যুবলীগ ক্যাডার, পিতা- আবু সাইদ, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৬। আলী মিয়া, তাঁতী লীগ নেতা, পিতা- আছন আলী, পূর্ব কলাবাগ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৭। সামাদ ব্যাপারি (৫২), সভাপতি শ্রমিক লীগ, পিতা-আঃ মান্নান ব্যাপারি সাং-পাইনাদী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৮। হাবিবুল্লাহ হবুল (৬০), পিতা-আহসান উল্লাহ, সাং- ওয়াবদা কলোনী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৩৯। মতিউর রহমান সাগর (৩৭), পিতা-আতাউর রহমান, সাং- পূর্ব কলাবাগ, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪০। মাহবুবুর রহমান (৪৯), পিতা-বাদশা মিয়া, সাং-আইলপাড়া, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪১। রুহুল আমিন (৪৬) পিতা-মৃত আতাউর রহমান, সাং- এসও রোড, মন্ডল পাড়া, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪২। হান্নান (৪২), পিতা- ইউসুফ মিয়া, সাং- মুনলাইট, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪৩। তানজিম কবির সজু (৪০), পিতা- হুমায়ুন কবির, সাং-উত্তর কদমতলী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪৪। তাজিম বাবু (৫৫), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, পিতা-মৃত সাহেদ আলী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪৫। আলাউদ্দিন খান (৫৫), সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, পিতা- মৃত আমির খান, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪৬। মাসুদ (৪০), যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড, পিতা-ইয়াকুব আলী, বার্মাস্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।

৪৭। সালাউদ্দিন সানি (৪৮), পিতা-অজ্ঞাত, কদমতলী, সিদ্ধিরগঞ্জ. নারায়ণগঞ্জ।,

৪৮। আহম্মেদ কাউছার (৪৮), পিতা-অজ্ঞাত, সন্তাপুর, ফতুল্লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort