ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাব্বানার সাদা ক্রপ টি-শার্ট আর নিল ডেনিমে নজর কাড়লেন বলিউড তারকা নোরা ফাতেহি। এদিন ভারি সাজের পরিবর্তে হালকা মেকআপ করেছিলেন এ তারকা।
কানে স্বর্ণের দুল পরেছিলেন তিনি আর পায়ে ছিল সোনালি রঙের সু। তবে আলোচনা চলছে তার বক্স হ্যান্ড ব্যাগ নিয়ে।
কারণ ফ্যাশন সচেতন নোরা ফাতেহির বক্স হ্যান্ড ব্যাগটিও ডলচে অ্যান্ড গাব্বানা থেকে নেওয়া। যার মূল্য ৭ হাজার ৯৫ ডলার।