মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

ত্বকী হত্যার ১০১ মাসে বিচার দাবিতে আলোক-প্রজ্বালন

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৪.০২ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় নিজ অবস্থান থেকে প্রায় আড়াই শতাধিক সাংস্কৃতিক, রাজনৈতিক ও সমাজকর্মী এতে অংশগ্রহণ করেন।
ত্বকী হত্যাকান্ডের ১০১ মাস পূর্তিতে এ আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এই সময় করোনায় সারা বিশ্বে নিহতদের স্মরণ করা হয়। কর্মসূচি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহŸায়ক, নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, ‘দেশে বিচার ব্যবস্থা স্বাধীন হলে একটি হত্যার বিচারের অভিযোগ তৈরি হয়েও তা সাড়ে আট বছর আটকে থাকতে পারে না। আমরা এ বৈষম্যমূলক বিচার-ব্যবস্থার পরিবর্তন চাই। রাষ্ট্রীয় ছত্রছায়ায় সকল বিচারবহির্ভূত হত্যাকা-ের অবসান চাই। ত্বকী সহ সকল হত্যাকান্ডের বিচার চাই।’
সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, ‘২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করে ঘাতকরা লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে আমরা ত্বকীর লাশ উদ্ধার করি। এ হত্যাকা-ের পর থেকে বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আমরা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছি। অথচ সাড়ে আট বছরেও এ হত্যার বিচার হয়নি।’
নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচিতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, অ্যাড. প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, মহিলা পরিষদ জেলার সভাপতি ল²ী চক্রবর্তী, সমগীতের সভাপতি অমল আকাশ, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort