নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। বর্তমানে মাদক প্রধাণ সমস্যা হয়ে দাড়িয়েছে।
মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। তাই প্রশাসনের পাশাপাশি আপনাদেরর এগিয়ে আসতে হবে। অভিভাবকদের সচেতনতা তৈরী করতে হবে।
আপনার সন্তান কোথায় যায় আপনারই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন পরিবারের একজন মাদকাসক্ত সন্তান থাকলে সে পরিবারে শান্তি বিনষ্ট হয়ে যায়। তাই আপনারা একটু সচেতন হলেই বেঁচে যাবে আপনার সন্তান তথা যুব সমাজ। তাহলেই ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আমরা সুফল ভোগ করতে পারব।
রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বন্দর থানা প্রশাসনের আয়োজনে থানার অডিটোরিয়ামে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ধর্ম নিয়ে কখনো উস্কানীমুলক বক্তব্য দেয়া যাবে না। ইসলাম সব সময় শান্তির কথা বলে। যেই উত্তম যার দ্বারা কোন অন্যায় সংঘটিত হয়না। বিদায় হজ্জের ভাষনে হুজুর(সঃ) বলেছেন,তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করনা। যার যার ধর্ম তার তার কাছে। এই দেশ সম্প্রতির দেশ। ইসলাম সব সময় সহানুভূতির কথা বলে। সহমর্মিতার কথা বলে।
অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। মুক্তিযোদ্ধের সময় একটা শ্লোগানই ছিল বাংলার হিন্দু, বাংলার মুসলিম ,বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান আমরা সবাই বাঙ্গালী। এই চেতনায় উজ্জিবিত হয়ে আমরা জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা রইল।
বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,বন্দর প্রেসক্লাবের সভাপতি এ্যাড.শাহআলী পিন্ট,সাধারন সম্পাদক মহিউদ্দিন ছিদ্দিকি, বন্দর থানা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, দক্ষিন লক্ষনখোলা জামে মসজিদের পেশ ঈমাম,মাওলানা আলআমিন আনসারী,বন্দর শাহীমসজিদ শাহজালাল মাদ্রাসার উপদেষ্টা মাওলানা শাহজালালসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।