বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক জিএম শহীদের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন রূপগঞ্জ সকল সাংবাদিকবৃন্দ শহরে জেলা নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত জুলাই সনদ ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে – মমিনুল হক সরকার শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা নয় যেন মরণ ফাঁদ সন্ত্রাসের পুনর্বাসন ও ভয়ের সংস্কৃতি রাজনীতি: একটি জাতীয় সংকট সোনারগাঁয়ে পল্লী বিদ্যুৎতে ভোগান্তি আছে সাধারণ জনগণ ফেনীর দুই উপজেলায় প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম পুতিন অনেক মানুষ হত্যা করছেন : ট্রাম্প মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান

ঈদে সারাদেশে যেসব হলে দেখা যাবে সিয়াম-পূজার ‌‘শান’

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ২.১৮ এএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

প্রতিক্ষার অবসান হচ্ছে। অবশেষে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে ঈদের দিন মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা জুটি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পাচ্ছে ছবিটি।

ঈদের পর ধাপে ধাপে আরও কয়েকটি দেশে মুক্তি পাবে ছবিটি।

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ৩৪টি হলে মুক্তি পাচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম। পরিচালক জানান, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলে মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত হল সংখ্যা ৩৪টি। তবে ঈদের আগে আরও দুই একটি বাড়তে পারে।

পরিচালক বলেন, ‌‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। মুক্তির সব প্রস্তুতি শেষ, এবার দর্শকের ভালোবাসায় সিক্ত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আশা করছি সেই ভালোবাসা আপনারা আমাদের দেবেন।’

এই ছবিটির মাধ্যমে সিয়াম-পূজা ‘পোড়ামন ২’ ও ‘দহন’র পর একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়।

সিয়াম আহমেদ বলেন, ‘অন্যতম স্বপ্নের প্রজেক্ট সিনেমাটি। চাই, ছবিটি দর্শকরা হলে দিয়ে দেখুক। ছবিটি দেখার পর ভালোমন্দ নিয়ে আলাপ করুক।’

পূজা চেরিও সবাইকে হলে গিয়ে ‘শান’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করি সবাই হলে গিয়ে ‘শান’ দেখবেন।’

সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

পবিত্র ঈদ-উল-ফিতর এ ‘শান’ যে সকল সিনেমা হলে মুক্তি পাচ্ছে:

১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি
২. স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার
৩. স্টার সিনেপ্লেক্স – এস.কে.এস টাওয়ার
৪. স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার
৫. ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক
৬. লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা
৭. মধুমিতা সিনেমা – ঢাকা
৮. শ্যামলী সিনেমা – ঢাকা
৯. আনন্দ সিনেমা – ঢাকা
১০. বিজিবি সিনেমা হল – ঢাকা
১১. সিলভার স্ক্রীন – চট্টগ্রাম
১২. মধুবন সিনেপ্লেক্স – বগুড়া
১৩. বর্ষা সিনেমা – জয়দেবপুর
১৪. চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর
১৫. নিউ মেট্রো – নারায়ণগঞ্জ
১৬. সিনেস্কোপ – নারায়ণগঞ্জ
১৭. ঝংকার সিনেমা – পাঁচদোনা
১৮. ছায়াবানী সিনেমা – ময়মনসিংহ
১৯. শঙ্খ সিনেমা – খুলনা
২০. লিবার্টি সিনেমা – খুলনা
২১. সুগন্ধা সিনেমা – চট্টগ্রাম
২২. রূপকথা – শেরপুর
২৩. মধুমতি – ভৈরব
২৪. নবীন সিনেমা – মানিকগঞ্জ
২৫. মালঞ্চ সিনেমা – টাঙ্গাইল
২৬. মাধবী সিনেমা – মধুপুর
২৭. মেহেরপুর সিনেমা – মেহেরপুর
২৮. সঙ্গীতা – সাতক্ষীরা
২৯. রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ
৩০. পূর্বাশা সিনেমা – শান্তাহার
৩১. রাজমহল – চাঁপাই নবাবগঞ্জ
৩২. মম ইন – বগুড়া
৩৩. রাধানাথ – শ্রীমঙ্গল
৩৪. ডায়মন্ড সিনেপ্লেক্স – বোয়ালমারী, ফরিদপুর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort