বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) বিকেলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে বক্তারা বলেন, এ দেশ আপনার আমার সকলের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আপনি আমি সকলে রক্ত দিয়েছি বলেই এ দেশ স্বাধীন হয়েছে।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি।
বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করেছেন এবং আমাদেরকে ১৯৭২ সালে একটি অসাম্প্রদায়িক সংবিধান দিয়েছিলেন, যেখানে ৪টি মূলনীতি ছিলো যার উপর ভিত্তি করেছে সংবিধান গঠিত হয়েছিলো।
কিন্তু ১৯৭৭ সালে ৫ম ও ৮ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
১৯৮৮ সালে সি আর দত্ত সহ তৎকালীন নেতৃবৃন্দ এ সংগঠন প্রতিষ্ঠা করে রাষ্ট্র ধর্ম ইসলামের প্রথম প্রতিবাদ করেছিলাম। আমরা চাই যে চার মূলনীতির উপর ভিত্তি করে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিলো।
আমরা সকলে মিলে রক্ত দিয়েছি দেশ স্বাধীন করার জন্য এবং এ দেশে বসবাস করতে চাই।
এর পূর্বে র্যালিটি চাষাড়া শহীদ মিনার থেকে বের হয়ে ২নং রেল গেট, নিতাইগঞ্জ ঘুরে উকিলপাড়া এসে শেষ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদিপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।