
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পালানোর গুঞ্জনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে বিজিবি এবং পুলিশের বক্তব্য ভিন্ন।
তারা বলছে, এ ঘটনায় দুই ধরনের তথ্য পাওয়া গেছে। একটি সূত্র বলছে- হামলাকারীরা সীমান্ত পথে পালিয়ে গেছে ভারতে। কিন্তু আরেকটি তথ্য বলছে, এখনো পালাতে পারেনি। ফলে বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় সীমান্ত এলাকায় গোয়েন্দা সদস্যদের পাশাপাশি কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি এবং পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিজিবি এবং স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।