সোনারগাঁয়ের কীটনাশক পান করে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জুন) রাত সাড়ে ১২টায় উপজেলার সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূর নাম, মোছা. রেহেনা আক্তার (৩৫)। নিহত রেহেনা দুই ছেলের জননী ছিলেন।
নিহতের ভাই তুহিন বলেন, আমার বোনের স্বামী জুয়া খেলতেন। আর এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। এসব ঘটনায় আমার বোনকে প্রায় সময় মারধর করতো। গতরাতে ঘরের কিছু জিনিসপত্র বন্ধক রেখে জুয়া খেলতে যাওয়ার সময় আমার বোন তার স্বামীকে বাঁধা দেয়। পরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, এক পর্যায়ে বোনকে মারধর করায় অভিমান করে ঘরে এসে কীটনাশক জাতীয় কিছু পান করে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার জগতপুর গ্রামে। বর্তমানে, সোনারগাঁও সাহাপুর এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন বোন ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।