সোনারগাঁয়ে ১১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নজরুল ইসলামের পুত্র মো. সুজন (২৩), যশোর জেলার কোতোয়ালি থানার দিঘিরপাড়ের মো. আব্দুল কাদেরের পুত্র রাসেল হোসেন (২০) ও সোহেল হোসেন (৩৩)।
এ সময় মাদক সরবাহের কাজে ব্যবহ্রত একটি কভারভ্যান ( ঢাকা মেট্রো-ট-২২-৪০০৩) জব্দ করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। শনিবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোনারগাও থানার মোগড়াপাড়ার সদর আলী ব্যাপারীর নতুন বাজারের সামনে ঢাকা- চট্রগ্রাম সড়কের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১১২ কেজি গাঁজা সহ সুজন, রাসেল ও সোহেল কে গ্রেপ্তার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কভারভ্যান জব্দ করে।