সোনারগাঁয়ে আরলা ফুড় বাংলাদেশ লিঃ এর পরিবেশক মের্সাস নাজিফা এন্টারপ্রাইজ কর্মীর চোখে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মেনি খালি ব্রিজের উওর দিকে চৌরাস্তা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় নাজিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম (১৯ সেপ্টেম্বর) সোমবার সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নাজিফা এন্টারপ্রাইজের ডেলিভারি ম্যান ইমাম হোসেন রুবেল (৩৫) চৌরাস্তা কাঁচা বাজার এলাকায় মালা মালের বিক্রির টাকা কালেকশান করে পা-হেটে রাস্তা পাড় হচ্ছিল।
এ সময় মোটরসাইকেল থাকা দুজন ছিনতাইকারী ইমাম হোসেন রুবেলকে গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করে চোখে বিষাক্ত স্প্রে দিয়ে সাথে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
নাজিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ডেলিভারি ম্যান ইমাম হোসেন রুবেল চৌরাস্তা কাঁচা বাজার এলাকায় মালামাল বিক্রি করে টাকা কালেকশন করে অফিসে আসার পথে ছিনতাইকারীরা ২ লাখ টাকা নিয়ে যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।