রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সন্ত্রাসী পায়েলের বিরুদ্ধে এলাকাবাসীর লাঠি মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০.২০ এএম
  • ২১ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও লাঠি মিছিল করেছে এলাকাবাসী।

উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় গতকাল (১২ জুলাই) বিকেল চারটায় এই প্রতিবাদ সভায় ছোট সাদিপুর, বন্দেরা, রতনদী এলাকায় অবস্থিত ভুক্তভোগীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

৩নং ওয়ার্ড মেম্বার আবু জাহের’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মো.সাইফুল ইসলাম (ওসি) অপারেশন সোনারগাঁ থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ থানা পুলিশের এস আই ইমরান, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির,১নং ওয়ার্ড মেম্বার সিপন সরকার, যুবলীগ নেতা নুরে আলম, নাসিরসহ সর্বস্তরের জনগণ।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, সম্প্রতি মোগরাপাড়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টি করছে এই এলাকারই হরমুজ’র চার ছেলে পায়েল ,মেহেদুল ও তানভির গং। তারা এখানে চাঁদাবাজী, মোবাইল ছিনতাই ও জগণকে জিম্মি করে মোগরাপাড়া ইউনিয়নে একপ্রকারে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। এই ইউনিয়নের জনগণ তা মেনে নিবে না। যে কোনো মুল্যে তা প্রতিহত করা হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ৯ জুন রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সেই টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে পায়েলের নেতৃত্বে রাব্বী (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

ওয়ার্ড মেম্বার আবু জাহের জানান, শিল্প-কারখানা সমৃদ্ধ এই এলাকা। এখানকার সাধারণ মানুষসহ পোশাক শ্রমিকরা প্রায়ই চাঁদাবাজি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন এবং যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছেন। এসব অপরাধ দমনে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort