মোঃ শামছুল আলম তুহিনঃ সোনারগাঁয়ে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় তিনি উৎসব ও মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, মাসব্যাপী লোকজ উৎসব চলবে ১৮ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই উৎসব চলবে।
মেলা উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী৷ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।
তিনি আরও জানান, এবারের মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন জেলার ৬৪ জন কারুশিল্পী এতে অংশ নেবেন।
সভায় দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং লোকজ উৎসবের অনুষ্ঠানমালার আয়োজনসহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও মেলার অনুষ্ঠানমালায় থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজারগান, লালন সঙ্গীত, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতীগান, লোক কবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজ জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, সেমিনার আয়োজন, লোকগল্প বলা ও পিঠা প্রদর্শনী ইত্যাদি।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকারের সঞ্চালনায় ও রেজিষ্ট্রেশন অফিসার এ কে এম মোজাম্মিল হক মাসুদের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ও পৌর প্রশাসক ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান, অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন প্রমুখ।