স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘরে) নানা আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয় ও পরে লালন চত্বরে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খলিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মো. ইমরুল চৌধুরী, ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা একেএম মুজাম্মিল হক। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফাউন্ডেশনের লাইব্রেরীতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়।