বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা বাড়ি ঘর ও গরু লুটপাট চালিয়েছে -থানায় অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪২ এএম
  • ২৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ- সোনারগাঁওয়ে চাহিদা অনুযায়ী নগদ টাকা দিতে অস্বীকার করায় মারধর করে বাড়ি-ঘর ও খামারের গরু লুটপাট চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে ১০-০৯-২৪ইং মঙ্গলবার রাত আনুমানিক ৯.২৫ ঘটিকার সময়। ঘটনার স্থান সোনারগাঁও সনমান্দি ইউনিয়ন ফতেহপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র বাবুল মিয়ার বাড়ি। এ বিষয়ে সোনারগাঁও থানায় বাবুল মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে, বিবাদীগন (১) সাইদুল ৪৫, পিতা- মৃত মোসলেম মাষ্টার (২) কাইয়ুম ৫৫, পিতা- বারেক (৩) হাফেজ-৪৬, পিতা-মৃত বাহাউদ্দীন (৪) শামিম-৩৪, (৫) সোহেল-৩৫ রুবেল ২৭ (৬) রুবেল-২৭ উভয় পিতা- মোজাফফর মুজা (৭) কাউসার- ২২ পিতা, বাদশা (৮) আকাশ ১৯, পিতা-সাইদুল, (৯) আলিফ (২১) পিতা-কাইয়ুম সহ অজ্ঞাত আরো ১০/১২ জন। সর্ব সাং- ফতেপুর, সনমান্দি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বিবাদীগন এলাকায় খুবই উশৃংখল, চাঁদাবাজ ও খারাপ প্রকৃতির লোক। এলাকায় তাহারা বিভিন্ন প্রকার অপরাধ কর্মকান্ড করিয়া বেড়ায়। বাদী একজন খামারী ও গরু ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। বিবাদীগন প্রায় সময় বাবুলের নিকট ৫,০০০০০/( পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করিতেছে । তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় বিবাবদীগন ব্যবসায়ী বাবুল সহ পরিবারের লোকজনকে খুন গুম করিয়া ফেলিবে বলে হুমকি ধামকি দেয়। তারই ধারাবাহিকতায় গত ১০-০৯-২৪ইং রাত আনুমানিক ৯.২৫ঘটিকার সময় বিবাদীগন ও অজ্ঞাত ব্যক্তিরা ধারালো রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এস এস পাইপ সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে গিয়ে পূর্বের চাহিদমত নগদ ৫,০০০০০/ (পাঁচ লক্ষ) টাকা দিতে বলে। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় ১ও ২নং বিবাদীর হুকুমে বাদীকে এলোপাতাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলা ফোলা জখম করে। ৮নং বিবাদী আকাশের হাতে থাকা ধারালো রামদা দিয়ে বাবুলকে হত্যার উদ্দেশ্য মাথায় কোপ মারিলে ডান কানে লাগিয়া কেটে গুরুতর রক্তাক্ত ও জখম হয়। এরপর ৩ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার জন্য মাথায় বাড়ি মারিলে তাহা ঠেকাইত গিয়ে বাম হাত ভেঙে জখম হয়। ৪ নং বিবাদীর হাতে থাকা এসএস পাইপ দিয়ে বাম পায়ে আঘাত করলে তাহা রক্তাক্ত জখম হয়। ৫ ও ৬নং বিবাদী বাবুল মিয়ার বসত ঘরে প্রবেশ করিয়া আলমারির তালা ভেঙ্গে নগদ ৩৮০০০০/(তিন লক্ষ আশি) হাজার টাকা ও ০৬ ভড়ি স্বর্নালংকার যাহার মূল্য আনুমানিক ৬০০০০০/(ছয় লক্ষ) টাকা নিয়ে যায়। পরে সকল বিবাদী একত্রিত হয়ে গরুর খামারে ডুকে সেখান থেকে ০৫ টি ষাড় গরু যার মূল্য ১২০০০০০/(বার লক্ষ) টাকা ও ২টি গাভী যাহার মূল্য ৫০০০০০/(পাঁচ লক্ষ) টাকা লুটপাট করে নিয়ে যায়। বিবাদীগন আরো হুমকি দিয়ে যায় দাবীকৃত পাঁচ লক্ষ টাকা না দিলে হত্যা খুন গুম করিয়া ফেলিবে। বর্তমানে বাবুল মিয়া সোনারগাঁও উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন, বাবুলের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে বাদী পক্ষের লোকজন আতংকিত অবস্থায় দিন যাপন করছে বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort