শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে আষাঢ়িয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্ৰ 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১১.২৫ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষক রওশন আরাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
আষাঢ়িয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিক অভিবাবক জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং-৩৮.০০৮.০৩৫,০০,০০,০০৭,২০১২-৬৬৬ তারিখ ০৬-১১-২০১৯ খ্রিঃ মূলে জারীকৃত প্রজ্ঞাপনের ধারা-৪ মোতাবেক সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ারচর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সাধারণ ছাত্রছাত্রীদের অভিভাবক সদস্যদের মধ্যে থেকে ২জন পুরুষ ২ জন মহিলা মোট ৪ জন সদস্য পদের জন্য নিম্নলিখিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র আহবান করার পর সদস্য পদ লাভে আগ্রহী অভিভাবকগণ বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষকের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সমূহ যথাযথভাবে পূরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দাখিল করেন মো. জসিম প্যানেল। মনোনয়নপত্র বাবদ ৫০০ টাকা (অফেরতযোগ্য) এবং নির্বাচন ব্যয় বাবদ ৫০০০ টাকাসহ মোট ৫ হাজার ৫শত টাকা জমা দেন।
জারীকৃত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র দাখিল ২৮-০৯-২০২২ইং এবং মনোনয়নপত্র বাছাই ২৯-০৯-২০২২ইং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০-১০-২০২২ইং।
চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ১৩-১০-২০২২ইং প্রতীক বরাদ্দ ১৬-১০-২০২২ইং নির্বাচন (ভোট গ্রহণ) ২৫-১০-২০২২ইং। তবে সরকারী প্রজ্ঞাপনে উল্লেখিত সময়ের মধ্যে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় আষাঢ়িয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা এবং অভিভাবকদের সম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো: জসিম এবং তার প্যানেলকে নির্বাচিত প্রক্রিয়া শেষ করে সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কমিটি অনুমোদন করতে জমা দেন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উক্ত বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেনের ভাতিজা সজীব ও তার শ্যালক রুবেল নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নাম ভাঙ্গিয়ে নতুন করে একটি কমিটির অনুমোদন করতে কাগজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরাকে ওই কমিটির কাগজে স্বাক্ষর করতে বলে। এ সময় প্রধান শিক্ষক রওশন আরা তাদেরকে অপারগতা জানিয়ে বলেন যে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সরকারের নীতিমালা অনুযায়ী সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। এতে করে সন্ত্রাসী কায়দায় সজীব ও রুবেল প্রধান শিক্ষক রওশন আরাকে গালমন্দ ও ভয়ভীতি দেখিয়ে নানা ধরনের হুমকি প্রদান করে।এ খবর বিদ্যালয়ের আশপাশে লোকের মধ্যে ছড়িয়ে পড়লে দ্রুত ছুটে আসেন এলাকাবাসী। এসময় দৌড়ে পালিয়ে যায় বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেনের ভাতিজা সজীব ও তার শ্যালক রুবেল। এ ঘটনাকে কেন্দ্র করে সোনারগাঁও থানার এসআই মো. ওবায়দুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort