বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

সুস্থ প্রজন্মের নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে আমাদেরই ভূমিকা রাখতে হবে : সাদরিল

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৯.৫৪ এএম
  • ১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের জন্য সুন্দর এলাকা গড়ি এই স্লোগানকে সামনে রেখে সুন্দর নারায়ণগঞ্জ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে নাসিক ৭ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদলির রবিবার (্৫ জানুয়ারি) সকাল ১০ টায় নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী পুল থেকে শরু করে গ্যাসলাইন, পুকুরপাড়, কদমতলী বাজার ও ক্যানেলপাড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে লিফলেট বিতরণ করা হয়।

তারেক রহমান ঘোষিত দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় উদ্বুদ্ধ হয়ে সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে পরিবেশগত মানোন্নয়নে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান গোলাম মুহাম্মাদ সাদরিল। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আমাদের, এই নারায়ণগঞ্জকে বসবাস উপযোগী করে তোলা এবং সুস্থ প্রজন্মের নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে আমাদেরই ভূমিকা রাখতে হবে।

সাদরিল আরো বলেন, বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতাকর্মীরা ভালো ভালো কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। পরিবেশের বিপর্যয় ঠেকাতে এবং সুস্থ প্রজন্ম গড়ার লক্ষ্যে তারা বৃক্ষরোপণ করছে এর চেয়ে ভালো কী হতে পারে? এভাবে আমরা সবাই মিলে একটু একটু করে ভালো কাজ করলে সমাজ বদলে যাবে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতাকর্মীসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort