নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানাধীন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রেজিস্টার্ড নং১৩০/৫৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রথম দিনে ২০ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন।
নির্বাচন বিষয়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রেজিস্টার্ড নির্বাচন কমিশন এর উপ কমিটি সম্পর্কে সভাপতি শহীদুল্লাহ্ বলেন, আমরা পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রেজিস্টার্ড নং১৩০/৫৪ ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৫ এর নির্বাচন পরিচালনা কমিটি কে সহযোগিতা করার জন্য সমিতির সদস্যগণের মধ্যে হতে ৫ জন কে উপ – কমিটিতে সদস্য নিয়োগ প্রদান করেন- তারা হলেন – হাজী মোঃ শহীদুল্লাহ্, মোঃ বাবুল আহমেদ, এস,এম আনিসুর রহমান, মোঃ ইমরান হোসেন হিমু এবং এম এ জাহের মোল্লা।
তিনি নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে বলেন, জুলাই বিপ্লবের পর সকলেই একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে জনগণের অধিকার আদায় এর লক্ষ্যে দেশে একটি নির্বাচন আশায় আছে। আমরা আমাদের পাগলা বাজার এর নির্বাচন টি এবার মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশে ও স্বাধীনতা সহ যার যার পচ্ছন্দের প্রার্থী ভোট দিবে এটাই আমরা চাই। আমাদের প্রত্যাশা নির্বাচনী আচরণবিধি সকল প্রার্থী মেনে চলবে এবং আগামী ১৫ আগস্ট সুন্দর একটি নির্বাচন এর মাধ্যমে উন্নয়নমূলক পাগলা বাজারে ক্রেতা বিক্রেতা পরিবেশ পাবে সেটাই আশা রাখি।
১৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রথম দিনের মতো মনোনয়ন বিক্রি কালে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রার্থীতা সভাপতি পদে মনোনয়ন ক্রয় করেছেন দুইজন প্রার্থী ১ /মাজহারুল ইসলাম মিথুন ২/হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ-সভাপতি পদে মনোনয়ন ক্রয় করেছেন দুইজন প্রার্থী ১/মোঃ সাখাওয়াত হোসেন ২/শাহাদাত চৌধুরী, সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করেছেন দুইজন প্রার্থী ১/মোহাম্মদ নজরুল ইসলাম ২/মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন ১/জসীমউদ্দীন ২/মোহাম্মদ মাহবুব শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করেছেন একজন প্রার্থী ১/ ডাক্তার ইমাম হোসেন, কোষাধক্ষ পদে মনোনয়ন ক্রয় করেছেন দুইজন জন প্রার্থী ১/মোহাম্মদ দ্বীন ইসলাম ২ /মোহাম্মদ আবুল কালাম আজাদ।
দপ্তর সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করেছেন দুইজন প্রার্থী ১/মোহাম্মদ ওমর ফারুক ২/মোহাম্মদ ইসমাইল হোসেন তথ্য ও প্রচার সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করেছেন ২/জন প্রার্থী ১/মোঃ কামাল হোসেন২/জহিরুল ইসলাম,সদস্য পদে মনোনয়ন ক্রয় করেছেন পাঁচজন প্রার্থী ১/মোহাম্মদ রিপন মিজি ২/মোঃ কামাল হোসেন ৩/মোহাম্মদ জহিরুল ইসলাম ৪/মোঃ রাসেল ৫/নাহিদুল ইসলাম মিশু।