সিরিজ বাঁচিয়ে রাখতে আজকে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেলো বাংলাদেশ।
টাইগারদের ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।
মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৪৫ ওভার ৫ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ করেন ৯২ বলে ৬২ রান। এছাড়া তানজিদ তামিম ৩৩ বলে ৪৬ ও তানজিম সাকিব করেন ৬২ বলে ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জায়ডেন সিয়েলস নেন ৪টি উইকেট।
২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ক্যারিনিয়ান ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইস। উদ্বোধনী জুটিতে ১০৯ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। ৬২ বলে ৪৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন এভিন লুইস।
এরপর ক্রিজে আসা কাসি কার্টিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কিং। ফিফটি তুলে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। তবে দলীয় ১৭৫ রানে ৭৬ বলে ৮২ রান করে আউট হন কিং।
এর শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কার্টি। দলীয় ১৯৫ রানে ৪৭ বলে ৪৫ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর ক্রিজে আসা শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হোপ।