মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোঃ কাউসার খান হত্যাকারী আগ্নেয়াস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান অপু, রোমান মাঝি, শরিফ হাওলাদার ও হাসান-দের অবিলম্বে দ্রুত গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন
ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে বাসাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ পরিষদ সংলগ্ন সিরাজদিখান-নিমতলা সড়কে এ মানববন্ধন
ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ইমামগঞ্জ বাজার এলাকার থেকে একটি বিক্ষোভ মিছিল “বিচার চাই বিচার চাই ফাঁসী চাই ফাঁসী চাই” এ শ্লোগানে বের হয়ে গ্রামীণ ব্যাংক এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন সাবেক বাসাইল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার জামাল হাওলাদার, সেরু হাওলাদার,
বিশিষ্ট ব্যবসায়ী হাবু হাওলাদার প্রমুখ।
নিহতের কাউসারের মা রিয়া খানম বলেন, ওদের যেন ফাঁসি হয় এরা দেশের মাটিতেই আছে এরা ধর্ষনকারী,সন্ত্রাসী,খুনী কেন তাদের প্রশাসন গ্রেফতার করছেনা। তাহলে এভাবেই কি ঘরে ঘরে এক এক করে মায়ের বুক খালি হবে।আমি সন্তান হারা হয়েছি আর যেন কোন মায়ের বুক খালি না হয়।
তিনি আরো বলেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার সন্তানকে যারা হত্যা করছে সঠিক তদন্ত করে তাদের দোষীদের অবিলম্ব দ্রুত গ্রেফতার করে ফাঁসী দেন।
এ-সময় এলাকার দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬ আগস্ট বিকেল সাড়ে ৬টার দিকে অবৈধ ড্রেজার বানিজ্য ও বালুবাহী বাল্কহেড চলাচলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় অহিদুল শিকদার (৪০), পিতা শাজাহান শিকদার; কাইয়ুম খান (৪৪), পিতা আব্দুল হাই খান; ও কাউসার খান (২০) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২৩ আগষ্ট রাত দুইটার দিকে কাউসার খান (২০) মারা যান।