রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ ও বন্দরের পূজা মন্ডপ পরিদর্শনে পূজা পরিষদ

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৪.০২ এএম
  • ৫৯ বার পড়া হয়েছে

শারদীয় দূর্গোৎসবের মহা সপ্তমীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশিল দাশের নেতৃত্বে পূজা পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন এবং রাত পর্যন্ত গাড়িবহর নিয়ে ঘুরে ঘুরে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানাধীণ পূজা মন্ডপগুলোর সার্বিক খোঁজ খবর নেন এবং সকলের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সহধর্মীনী শোভা রানি সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, দুলাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, কোষাধ্যক্ষ তপন ধর, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাধব দাস, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব দেবনাথ, মহানগর পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা রানু রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গৌতম দাস, চঞ্চলা বর্মন প্রমূখ।

 

নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ থানার পূজা মন্ডপ পরিদর্শনের শুরুতে তাদের বরন করে নেন সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিরি ঘোষ অমর এবং সকলকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জের পূজা মন্ডপগুলো ঘুরিয়ে দেখান। সিদ্ধিরগঞ্জের আলোচিত নিউ লক্ষ্মীনারায়ন কটন মিল পূজা মন্ডপে পূজা পরিষদ নেতৃবৃন্দ পৌছলে সেখানকার নারী পুরুষ সকলে আবেগে আপ্লুত হয়ে পরেন এবং তাদের ৭৪ বছরের ঐতিহ্য বজায় রেখে আগের জায়গায়ই পূজা আয়োজনের ব্যবস্থা করে দেয়ায় পূজা পরিষদে নেতৃবৃন্দকে তারা প্রাণঢালা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পূজা পরিষদ নেতৃবৃন্দ বন্দরে পৌছলে বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ^াস সকলকে অর্ভর্থনা জানান এবং বন্দরের পূজা মন্ডপগুলো ঘুরিয়ে দেখান। পূজা পরিষদ নেতৃবৃন্দ আয়োজকসহ ভক্তবৃন্দদের সাথে কথা বলেন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বন্দরের সাবদি দিঘলদি এলাকায় জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য বিধু হালদারের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পূজা পরিষদ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort