সিদ্ধিরগঞ্জে র্যাবের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ ব্যাক্তিকে আটক করা হয়েছে। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শনিবার (২৫ মার্চ) চিটাগাং রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, বরগুনা আমতলীর সোনাখালী এলাকার মৃত সেন্টু মিয়ার ছেলে ট্রাকের ড্রাইভার মো. সবুজ (২২) ও সিরাজগঞ্জ চৌহালীরে কৈরাজানি, খাসকাউলা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ট্রাকের হেলপার মো. ইসমাইল হোসেন (৪৫)।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।