
সিদ্ধিরগঞ্জ থানাধীন (৩নং বালুর মাঠ) নারায়ণগঞ্জ মোস্তাকিম গফুর ভান্ডারীর কন্যা রানী আক্তার এর সাথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মহল পূর্ব শক্রতার জের ধরে সংসহিসংসতার সৃষ্টি হয়। রানী আক্তার একজন ব্যবসাী বটে অপরদিকে বিবাদীরা খুবই খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির। বিবাদীরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করিয়া থাকে। বিবাদীদের ভয়ে এলাকার কেউ তাহাদের এমন কর্মকান্ডের প্রতিবাদ করার সাহস পায় না। আমরা বিবাদীদের এমন কর্মকান্ডের প্রতিবাদ করায় বিবাদীরা প্রায় সময়ই আমাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছিল। তারই একপর্যায়ে গত ইং ৩১/১২/২০২৫ তারিখ সময় রাত্রি অনুমান ১১.০০ ঘটিকায় আমরা বাড়ীতে অবস্থানকালে নিমস্থ বিবাদীগণ পূর্ব বিরোধের জের ধরিয়া কোন অজুহাত ছাড়ায় আমাদের বাড়ীর সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমি আগাইয়া গিয়া বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ করিলে, বিবাদীদের সহিত আমার তর্কবিতর্ক হয়। তখন আমাদের চিল্লাপাল্লার শব্দ পাইয়া আমার ভাবী রেশমা (২৫) আগাইয়া আসিলে, বিবাদীরা তাহাদের এলোপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা ও রক্তাক্ত জখম করে। অতঃপর আমাদের ডাক চিৎকারে আশেপাশে অবস্থানরত লোকজন উদ্ধারের জন্য আগাইয়া আসিলে, বিবাদীরা আমাদের এই মর্মে হুমকি প্রদান করে যে, “এই ঘটনার বিষয় নিয়া বেশি বাড়াবাড়ি করিলে বা থানায় অভিযোগ বা মামলা করিলে তোকেসহ তোর পরিবারের লোকজনদের খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব” বলিয়া চলিয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আমার ভাবী রেশমা (২৫) ৩০০ শয্যা জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জে ভর্তি হইয়া প্রাথমিক চিকিৎসা প্রহণ করেন। বিবাদীদের হুমকি’র কারণে আমিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছি। বিবাদীদের যে কোন সময় আমিসহ পরিবারের লোকজনদের পুনরায় মারপিট করাসহ খুন জখম করার সমূহ সম্ভাবনা রহিয়াছে। উক্ত ঘটনার পর আমি ভাবীর চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এবং ঘটনার বিষয়ে পরিবারের লোকজনের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। বিবাদি রানী আক্তার এ বিষয়ে ৯ জন অভিযুক্ত কওে এশটি অভিযোগ দায়ের করেন বিবাদী ১। মিঠুন (৩০), ২। হিরা (২৫), উভয় পিতাঃ মেজর আলী, ৩। মেজর আলী (৪৫), পিতাঃ অজ্ঞাত, ৪। শাকিল (৩২), পিতাঃ সাইফুল, ৫। আরমান (৩৫), পিতাঃ কোরবান আলী, ৬। শিলা (২৮), স্বামীঃ শাকিল, সর্ব সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প (৩নং বালুর মাঠ), ৭। রনি (২৭), পিতা ঃ জামাইয়া, ৮। হাজেরা বেগম (৩৫), স্বামীঃ জামাইয়া, ৯। শিলা মনি (৩০), সর্ব সাং-সুমিলপাড়া বিহারী ক্যাম্প (ছোট মসজিদ), সর্ব থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জগণ’সহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে। এ বিষয়ে সিদ্ধিগঞ্জ থানা পুলিশ বিবাদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।