সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠিাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আর্দশে উজ্জীবীত হয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাথে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার নাসিক ৫ নং ওয়ার্ডের ব্যাবসায়ী আবদুর রহিমের। তিনি জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে থানা ও জেলা কমিটির সাথে কাজ করে যাবেন।
সেমাবার (১২ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার অস্থায়ী কার্যালয় মাদানী নগর আর এস টাওয়ারে জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও জেলার আহবায়ক জি এম সুমন মুন্সী ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ মনির হোসেনের হাতে ধানের শীষ প্রতীক উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে একসাথে কাজ করার অঙ্গীকার করেন সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী আবদুর রহিম। এ সময় তিনি বলেন, আমি পুর্বেও বিএনপির দুঃসময়ে একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে মাঠে ছিলাম এখনো আছি । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠিাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আর্দশে উজ্জীবীত হয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাথে একত্রিত হয়ে কাজ করে যাবো।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জি এম সুমন মুন্সী বলেন, গত ১৬ বছর অনেকেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারনে আমরা একত্রিত হতে পারিনি কিন্তু গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পালানোর পর আমরা এখন একত্রিত হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। অনেকেই যারা এতোদিন বিএনপি’র একনিষ্ঠ কর্মী হিসেবে মাঠে ছিলো তাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠিাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আর্দশে উজ্জীবীত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল এখন থেকে একসাথে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান প্রধান (মিন্টু) সহ জিয়া সৈনিক দলের নেতাকর্মীরা।