সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে মহিউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে জোর পূর্বক জমি দখল চেষ্টা ও নারী শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আলমগীরের পরিবার। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ সংবাদ সম্মেলন করেন আলমগীর ও তার পরিবার।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সানারপাড় এলাকার মহিউদ্দিন মোল্লা (৩৮) ও নিজাম মোল্লা (৩২), দীর্ঘদিন যাবৎ ঐ পরিবারের তিন শতাংশ পরিমাণের একটি জমি বেআইনীভাবে দখলের চেষ্টা করে আসছে। এতে বাধা প্রদান করলে অভিযুক্তরা ঐ পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে। অতপর ভুক্তভোগীরা বিবাদীদের নামে বিজ্ঞ আদালতে দেওয়ানী মোকদ্দমা (নং- ৪৪৬/২০২২) দায়ের করে।
ভুক্তভোগী আলমগীরের স্ত্রী শাহিনুর জানান, উক্ত মোকদ্দমা চলমান থাকা অবস্থায় মহিউদ্দিন ও নিজামের হুকুমে সুমন মোল্লা (৩০), রাকিব মোল্লা (২৫), হিজবুল্লাহ (৩৫), আবির (২০), জিসান (৩৮) সহ অজ্ঞাত ১৫/২০ জন সানারপাড় বিলে নির্জন স্থানে ধরে নিয়ে যায় এবং ১০ লক্ষ টাকা বুঝে পেয়েছি মর্মে স্টাম্পে সই করতে বলে। এতে অস্বীকার করলে শাহীনুরের হাত-পা-মুখ বেধে অত্যাচার করে।
তার স্বামী আলমগীর জানান, শাহীনুরের সাথে শ্লীলতাহানি ও নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, শাহিনুর ও তার পরিবার থানায় আসলে আমরা লিখিত অভিযোগ দিতে বলি। পরে অভিযোগ পেয়ে অভিযোগকারীর মোবাইল নাম্বারে ফোন করলে তারা কোন রেসপন্স করেনি। পরে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে আর কিছু জানি না।