সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে পড়ে রহমান মির্জা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে নাসিক ৬ নং ওয়ার্ডে ওরিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মাতে ক্রেন ছিঁড়ে পড়ে এ ঘটনাটি ঘটে।
পরে দ্রুত গুরুতর আহত রহমান মির্জাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। নিহত রহমান মির্জা শরিয়তপুর জেলার নড়িয়া থানার চর নয়াপাড়া এলাকার আজিজুল মির্জার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, রহমান মির্জার লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।