নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৫ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান (৫২) এর দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার রাত ৯টায় সাইলোর অভ্যন্তরে জানাযা শেষে সিদ্ধিরগঞ্জ সাইলো রোড কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানায় নারায়ণগঞ্জের শীর্ষ রাজনৈতিক নেতৃবন্দ, শিল্পপতি, ব্যবসায়ীসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
এর আগে সন্ধ্যায় নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান মরহুমের বাসভবনে গিয়ে শোকর্ত পরিবারের পাশে দাড়ান এবং গভীর শোক প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, আনিছের মৃত্যুর সংবাদ পেয়ে আমার নিশ^াস বন্ধ হয়ে আসছে। আমার মনে হয়, আমি আমার ভাইকে হারিয়েছি। সিদ্ধিরগঞ্জবাসী একজন ভালো মানুষ হারাল। আমি সবার কাছে আনিছের জন্য দোয়া ভিক্ষা চাই।
আল্লাহ রাব্বুল আলামীন আনিছকে বেহেশত নসিব করুক এবং তাঁর পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দিক। আমি আনিছের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশা আল্লাহ।
এরআগে বুধবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান। মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ অসংখ্য পরিবারের সদস্য রেখে গেছেন।
তার ছোট ভাই কবির হোসেন জানান, গত কয়েকদিন যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান। গত দু’দিন আগে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন সময়ে অবস্থার আবনতি হলে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করানো হয় তাকে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মৃত্যু বরন করেন তিনি। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, নাসিক ৫ নং ওয়ার্ডে ঘরে ঘরে ডেঙ্গু রোগী । এতে আক্রান্ত হয়ে ভ ৭/৮ জন মারা গেলেও নাসিক কর্তৃপক্ষের টনক নড়ছেনা। মৃত্যুর আগে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আনিসুর রহমান আনিস ন্জি উদ্যোগে ব্যাক্তিগত অর্থায়ানে এডিস মশার লার্ভা ও মশা নিধনে কাজ শুরু করলেও আজ তিনি নিজেই এ রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এ মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
স্থানীয়দের দাবি নাসিক ৫ নং ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকি এলাকা ঘোষণা করে এ ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া জরুরী।
উল্লেখ্য, আলহাজ্ব আনিসুর রহমান নাসিক ৫নং ওয়ার্ড পশ্চিম কলাবাগ এলাকার কৃতি সন্তান। তিনি গরীব, দুঃখি, মেহনতি মানুষের বন্ধু, সদা হাস্যউজ্জল সদালাপী বন্ধুসুলভ একজন ব্যক্তি হিসেবে সর্বজন পরিচিত। তার অক্লান্ত প্রচেষ্টায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সুশৃংখলভাবে একত্রিত হয়ে আছেন।