সিদ্ধিরগঞ্জের চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার রায়ের ১৬ বছর পর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী জসিমকে (৪৪) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম নাঙ্গলকোট থানার ভোলাইন এলাকার আমিনুল হকের ছেলে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লার লাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ওসি মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালে আদালতে হাজিরা দেওয়ার জন্য আবুল কাশেম, আবুল বাশারসহ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পথে জালকুড়ি সীমা ডাইং মিলের পৌঁছামাত্র আসামি হুমায়ুন, জসিম ও অর্জুন মোটরসাইকেলযোগে তাদের বেবিট্যাক্সি গতিরোধ করে গুলি বর্ষণ করতে থাকে।
একপর্যায়ে আসামি হুমায়ুন এবং জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান এবং আবুল বাশার গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০০৪ সালের ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় (নং-৩২)। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহির হোসেন মো. হুমায়ুন (২৪) এবং মো. জসিমসহ (২৬) ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ২০০৬ সালের ২১ মে আসামি জসিমকে (২৮) দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দণ্ডিতসহ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আসামি নিজেকে লুকিয়ে রাখার জন্য দীর্ঘ সময় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে পলাতক ছিল। পরিচয় আড়ালের জন্য নিজের বেশ পরিবর্তন করে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার লাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি হুমায়ুন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহন ও মনির বর্তমানে কারাগারে আছে।