
নিজস্ব প্রতিনিধি- সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকুরিচ্যুত সাংবাদিকদের পূনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১ নভেম্বর) সকাল ১২টায় মহানগরীর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিউনেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক এ আর ফররুখ আহমেদ খসরু, সিনিয়র সাংবাদিক মনির হোসেন,সাংবাদিক মোস্তাক আহমেদ শাওন, সাংবাদিক কাদরী,ফটো সাংবাদিক ফারুক আহমেদ রিপন, সাংবাদিক শরিফ সুমন,সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,সাংবাদিক নিয়াজ মো: মাসুম, সাংবাদিক আল আমিন,সাংবাদিক এস এইচ মুন্না খান,সাংবাদিক রাসেল,সাংবাদিক সম্রাট,
সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, সাংবাদিক মেহবুব মিয়া,সাংবাদিক হৃদয়, সাংবাদিক মিঠুন মিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।