সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল । শনিবার নাসিক ১নং ওয়ার্ডের মিজিমিজি বাতান পাড়া এলাকায় মরহুম আবেদ আলী মেম্বার ফাউন্ডেশন এ উদ্যোগে সুবিধা বঞ্চিত ৩ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় সাদরিল বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরিব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি। তিনি আরও বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।
সাদরিল আরো বলেন, আমরা অনেকেই সৌভাগ্যবান যে, শীতের দিনগুলোতে গরম পোশাক পরিধান করে শীতকালের সৌন্দর্য উপভোগ করি। কিন্তু এমন অনেকেই আছেন, যারা প্রচণ্ড ঠান্ডায় পর্যাপ্ত পোশাকের অভাবে তীব্র কষ্টে রয়েছেন। তিনি বলেন, এসব হতদরিদ্র শীতার্ত মানুষেরা যাতে করে এই তীব্র ঠান্ডায় কষ্ট না পায়, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
মরহুম আবেদ আলী মেম্বার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ মহিউদ্দিন বলেন, আমি চাই, আমার বাবার জীবনের আদর্শ বুকে নিয়ে মিজমিজি এলাকার অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়াতে তাদের সুখে দুঃখে একসাথে থাকতে এবং সমাজের মাদকাসক্ত তরুণ প্রজন্মকে তাদের অন্ধকার জীবন থেকে বের করে আনতে। আর সে লক্ষ্যে কাজ করতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। মানবতার সেবা নিয়ে তিনি আরও বলেন, আমি কোন নেতা হতে চাই না। আমি মানুষের সেবক হতে চাই। মানবতার সেবায় সর্বদা নিয়োজিতো থাকার দৃঢ় ইচ্ছা নিয়ে বলেন, সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আবেদ আলী মেম্বার ফাউন্ডেশন এর কর্মকর্তা ও কর্মচারী ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের থানা ও ওয়ার্ডেও নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।