নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় লঞ্চমালিকের মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বদিউজ্জামান বলেন, শীতলক্ষ্যা নদীর প্রশস্ততা কমে গেছে। শিল্পকারখানার কারণে ভারী জাহাজ চলাচল বেড়েছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক ব্যবস্থা চালু করেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এ কারণে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, এ পর্যন্ত পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। যেকোনো নৌ দুর্ঘটনায় বিআইডব্লিউটিএ আগে মামলা করে। তাদের সেই মামলায় কখনো ধাক্কা দেওয়া নৌযানের মালিককে আসামি করা হয় না।
ক্ষতিগ্রস্ত লঞ্চমালিকেরা মামলা করতে চাইলেও তাঁরা মামলা করতে পারেন না। বারবার প্রতিবাদ করার পরও কোনো কাজ হয়নি। উপরন্তু যে লঞ্চ ধাক্কা খেয়ে ডুবে গেল, তার মালিকের বিরুদ্ধেই মামলা করা হলো।
বদিউজ্জামান অভিযোগ করেন, রোববারের লঞ্চডুবির ঘটনায় বন্দর থানায় লঞ্চের মালিক কর্তৃপক্ষ মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি। নৌ পুলিশের তদন্ত শেষে মামলা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
তিনি দাবি করেন, মামলা করার দায়িত্ব ডিজি শিপিং করপোরেশনের। তা না করে জড়িত ব্যক্তিদের বাঁচাতে বিআইডব্লিউটিএ সব মামলা করে থাকে।
সংবাদ সম্মেলনে বদিউজ্জামান বলেন, যেকোনো নৌ দুর্ঘটনায় বিআইডব্লিউটিএ আগে মামলা করে। তাদের সেই মামলায় কখনো ধাক্কা দেওয়া নৌযানের মালিককে আসামি করা হয় না।
নারায়ণগঞ্জ থেকে সাতটি রুটে চলাচলকারী সব লঞ্চের জরিপ প্রতিবেদন রয়েছে দাবি করে তিনি বলেন, কোনো কারণ ছাড়াই বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের পরিচালক রফিকুল ইসলাম মৌখিকভাবে স্থানীয় বিআইডব্লিউটিএর মাধ্যমে আজ সকালে নারায়ণগঞ্জ থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন।
তিনি দ্রুত নারায়ণগঞ্জ থেকে সব রুটে চলাচলরত লঞ্চ পুনরায় চালুর জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীতে ঝুঁকি বিবেচনায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে চলাচলরত সব লঞ্চের চলাচল রাত থেকে সাময়িক স্থগিত করা হয়েছে।
মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ত্রুটিপূর্ণ অভিযোগ দেওয়ায় মামলা নেওয়া হয়নি। একটি দুর্ঘটনায় একটি মামলা হবে। নৌ পুলিশের সঙ্গে আলোচনা করে লঞ্চমালিক পরিপূর্ণ মামলা দিলে মামলা নেওয়া হবে।