সিনহা গার্মেন্টস কারখানায় শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওপেক্স গ্রুপ অ্যান্ড সিনহা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক। বৃৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে চাষাড়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ সমাবেশ শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা তাদের দুই মাসের বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী প্রাপ্ত পাওনা বুঝে না পেলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষনা দেন।
তারা বলেন, শ্রমিকদের সস্তা শ্রমের বিনিময়ে কারখানার মালিকরা কোটি কোটি টাকা আয় করছে কিন্তু শ্রমিকের শ্রমের মূল্য দেওয়া হচ্ছে না। এসময় তারা বলেন শ্রমিকদের আর ঠকানো হবে না। পরে তারা তাদের প্রাপ্ত বুঝে না পেলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।