ইসরায়েল দক্ষিণ লেবাননের ১০টিরও বেশি এলাকায় হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট এবং এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। হামলায় ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির বাড়িগুলোতে আঘাত হানে এবং একজন আহত হয়। মঙ্গলবার রাতে লেবাননে হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়।
বৃহস্পতিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ইসরায়েলের যুদ্ধবিমান অস্ত্রের গুদাম, সামরিক ভবন এবং হিজবুল্লাহর ব্যবহৃত একটি লঞ্চার লক্ষ্য হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের সীমান্ত এলাকায় ছোটখাটো হামলা চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তবে সম্প্রতি হিজবুল্লাহর কয়েক জন শীর্ষনেতা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে কঠোর হামলা চালানোর ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।