স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোমবার বিকেলে গোলাকান্দাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়ার দিপু, নির্দেশনায় এ আয়োজন করেন। প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, বিশেষ অতিথি, হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা বিএনপি। সভাপতিত্বে করেন আব্দুল আজিজ মাস্টার, সভাপতি গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি । এ সময় উপস্থিত ছিলেন- আলহাজ্ব আব্দুল মতিন, সাধারণ সম্পাদক গোলাকান্দা ইউনিয়ন বিএনপি।উপস্থিত ছিলেন আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি, নারায়ণগঞ্জ ,ওমর হোসেন , সহ আরো অনেকে।
সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ উপস্থিত রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।