নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে আপন বড় ভাই আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছোট ভাই সাফায়েত জামিল পায়েল (২০)।
এ ঘটনায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাবা গোলজার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
এরআগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছোট ভাই সাফায়েত জামিলকে আটক করে পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায়।
মামলার বাদী গোলজার হোসেন জানান, তার বড় ছেলে আশরাফুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এদিকে ছোট ছেলে রাজধানীর খিলক্ষেত এলাকার আমিরজান স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। প্রতিদিনের মতো ছোট ভাই সাফায়েত জামিল পায়েল (২০) মধ্যরাতে ঘুমিয়ে পড়লে বড় ভাই আশরাফুল ইসলাম দুষ্টুমির ছলে সুড়সুড়ি দেয়। এতে ছোট ভাইয়ের ঘুম ভেঙে গেলে জেদে পাশে থাকা ফল কাটার ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএস সায়েদ বলেন, এ ঘটনায় ছোট ভাই জামিলকে হত্যার কাজে ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে