নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে একটি পক্ষ৷ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীরের পক্ষ থেকে মামলাটি করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ইউপি সচিব বাদী হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগে মামলাটি করেছেন৷ মামলায় ৪৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে৷ তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ মামলায় আসামি করা হয়েছে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের।
গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জে নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হয়৷ এ সময় ইউপি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়া হয় একটি প্রাইভেটকারসহ চারটি যানবাহনে৷ পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, দাউদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর এবং ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷