বন্দরে ১ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুপগঞ্জের মাদক কারবারি ইকবাল হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার ( ৭ নভেম্বর) ভোর পৌনে ৫টায় বন্দর উপজেলার মদনপুরস্থ সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইকবাল হোসেন বরিশাল জেলার সদর (কোতায়ালী) থানার কাওয়ারচর এলাকার মকবুল মিয়ার ছেলে। বর্তমানে সে রুপগঞ্জ উপজেলার গাউছিয়াস্থ আমলাব এলাকার জনৈক হাজী সুমন এর বাসায় বসবাস করে আসছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(১১)২৩।
জানাগেছে, বন্দর থানার এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার জিডিনং -২১৫ মূলে মদনপুর-বস্তল এলাকায় মোবাইল -৪২ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মদনপুর সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করে সত্যতা যাচাই লক্ষে দ্রুত ঘটনাস্থলে এসে একটি কফি রংএর কলেজ ব্যাগে তল্লাশী চালিয়ে উক্ত ব্যাগে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ৫টি পোটলা মধ্যে রক্ষিত ১ হাজার ৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।