১৯ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আয়োজনে মদনগঞ্জ ঐতিহাসিক বটতলায় ১২ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন জসু বলেন, কিছুদিন যাবত একটা কথা উঠেছে আমি রাজাকারের সন্তান! আমি রাজাকারের সন্তান নই, এবং রাজাকারের বংশও নই। আমি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন এর ছোট ভাই। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার পরিবারের ৫ জন মুক্তিযোদ্ধা। আমার বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধাদের উপকার করেছে। আমার বাবা যদি রাজাকারই হত তাহলে এদেশের মুক্তিযোদ্ধারা আমার বাবাকে মেরে ফেলতো। আমিতো নতুন আওয়ামী লীগ করি না, আমি জিল্লুর রহমান সাহেবের হাত ধরে আওয়ামী লীগে এসেছি। আমার বাবা যদি রাজাকারই হতো তাহলে পাকসেনারা আমার বাড়ি এবং গদিতে লুটরাজ ও অগ্নিসংযোগ করতো না। তারা আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। পাকশানারা কি কোন রাজাকারের বাড়িতে কখনো হানার দিয়েছে। আমার পরিবার বঙ্গবন্ধু আদর্শের পরিবার, মুক্তিযুদ্ধের স্বপক্ষের পরিবার। এই আওয়ামী লীগ করতে গিয়ে আমি সাতটি মামলা খেয়েছি, দুটি কাঁচপুর ব্রিজে পুলিশের গাড়ি ও রেকার ভাঙ্গার, দুইটি নারায়ণগঞ্জের, দুটি বন্দরে, একটি মদনগঞ্জে। আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন রইল। আমি কি রাজাকারের সন্তান।