নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়ন পূর্ব ইজদাইর রসুলবাগ আবাসিক এলাকায় ক্রীড়া সংগঠক মোঃ শহিদুল ইসলাম ও এলাকার যুব সমাজের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। গতকাল একুশে ফেব্রুয়ারি রাত 9 টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিলন। অনুষ্ঠানের সভাপতিতো করেন মোঃ শহিদুল। আরো এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। শহিদুল বলেন সামনের বছর আরো বড় করে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন খেলাধুলা করলে যুবসমাজ ভালো থাকে সুস্থ থাকে মাদক থেকে দূরে থাকে সবাইকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন। এবং সামনের বছর খুব বড় করে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলেছেন। মিলন বলেন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে গর্ববোধ করছি এবং যুব সমাজের পাশে খেলাধুলার পাশে থাকবো সবসময় কথা দিলাম।প্রথমে রানার্সআপ ও চ্যাম্পিয়ন সব খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন তারপর বিজয়ী চ্যাম্পিয়নদের ট্রফি দলীয় ক্যাপ্টেন এর হাতে তুলে দেন এবং রানার্সআপের ট্রফি ক্যাপ্টেনের হাতে তুলে দেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি।