ওজন নিয়ন্ত্রণে রাখতে খাওয়া ও হাঁটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যায়ামও করতে হবে। তাই ব্যায়ামের পাশাপাশি খেতে হবে কিছু শাকসবজি। চলুন জেনে নেওয়া যাক কিছু সবজির কথা, যা সাহায্য করতে পারে ওজন কমাতে।
পালংশাক
গাঢ় সবুজ রঙের এই শাক বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর আয়রন, পটাশিয়াম এবং ফাইবার। পালংশাকে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। পালংশাক ওজন কমাতে সাহায্য করে। টাইপ-২ ডায়াবেটিস, হার্টের অসুখ এবং যেকোনো ধরনের ক্যানসার প্রতিরোধেও বেশ কার্যকর ভূমিকা রাখে।
ব্রকলি
দেখতে অনেকটা ফুলকপির মতোই। স্বাদও প্রায় কাছাকাছি। ব্রকলিকে নিউট্রিয়েন্ট পাওয়ার হাউস বলা যেতে পারে। এতে রয়েছে প্রচুর ক্যাসলিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং আয়রন। এই সবজি ওজন কমাতে ভীষণ উপকারী।
বাঁধাকপি
বিশেষজ্ঞদের মতে, বাঁধাকপি মানবদেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস-সংক্রান্ত ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে। বাঁধাকপি ফাইবারসমৃদ্ধ, যা ওজন কমাতে কাজে আসে।
ক্যাপসিকাম
রঙিন এই সবজিতে পানির পরিমাণ বেশি। সালাদসহ অন্যান্য খাবারে ক্যাপসিকাম ব্যবহার করা হয়। এতে আছে ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, ভিটামিন ই, বি৬ এবং ফোলেট। ক্যাপসিকাম মেটাবলিজমের হার বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।
টমেটো
এই সবজি যে কত কিছু তৈরিতে ব্যবহার করা হয়, তার হিসাব রাখা মুশকিল। নিয়মিত টমেটো খেলে অনেক অসুখ থেকেও দূরে থাকা যায়। টমেটোতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট লাইকোপিন, যা ওজন কমাতে ভীষণ কার্যকর।
মিষ্টি আলু
এই আলু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে রয়েছে প্রচুর ফাইবার এবং কমপ্লেক্স কার্ব। মিষ্টি আলু ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
মাশরুম
রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে চর্বি কমাতে সাহায্য করে। এ ছাড়া মাশরুমে রয়েছে প্রোটিন, যা শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি জমতে বাধা দেয়।