যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে পরিবেশ দুষণ রোধে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ২টি ট্রাক ও ১টি বাসের হাইড্রোলিক হর্ণের সৃষ্ট শব্দের মানমাত্রা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অতিক্রম করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমির নেতৃত্বে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ, পরির্দশক মো. হাবিবুর রহমান প্রমুখ।
উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে ৩০টি যানবাহনের শব্দ মাত্রা পরিমাপ করা হয়। এর মধ্যে ৩টি যানবাহন সৃষ্ট শব্দের মানমাত্রা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অতিক্রম করায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে যানবাহনগুলিতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ব্যবহার না করার জন্য ড্রাইভারদের সতর্ক করা হয়।