১৬ ডিসেম্বর সোমবার নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ লক্ষ্যারচর শান্তিনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নিজেস্ব কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শান্তিনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আবুল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন মিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।
বিশেষ অতিথি ছিলেন, উক্ত সংস্থার উপদেষ্টা হাজী কফিল উদ্দিন, মনির সরদার, শাহাদাত মিয়া, সুজন মাদবর, ফারুক চৌধুরী, রোকনুজ্জামান, জসিমউদ্দিন, মো. জামান মিয়া, আমির সোহেল . প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ করায় বিজয়ীদের আমন্ত্রীত অতিথিদ্বয় পুরস্কার বিতরণ করেন।