বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে। ইতোমধ্যে মোটরসাইকেল চলাচলের জন্য সেতুর উভয়প্রান্তের টোল প্লাজাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর টোলপ্লাজা এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সেতু বিভাগের সচিব মনজুর হোসেন।
সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে টোল পরিশোধ করে মোটরসাইকেল পারাপার করা যাবে। মোটরসাইকেলের জন্য আলাদা ডেডিকেটেড বুথসহ সার্ভিস লেন থাকবে। তিনি বাইকারদের নির্দেশনা ও নিয়ম মেনে পদ্মা সেতু পার হওয়ার অনুরোধ জানান। ফলে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটবে না এবং সবাই ঈদুল ফিতর উপলক্ষে স্বাচ্ছন্দ্যে বাড়িতে যেতে পারবেন।
আগামীতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, নিয়মের মধ্যে থাকলে ঈদযাত্রা ছাড়াও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।