নির্বাচনের নিয়ম, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। এ হিসেবে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থীসহ ৩ চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন।
বাকি দু’জন হচ্ছেন ঘোড়া প্রতিক ও মোটর সাইকের স্বতন্ত্র প্রার্থী।
গত ১৫ জুন ইউনিয়নটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নটির ২৪ হাজার ৩৩৪ জন ভোটারের মধ্য থেকে ১৬ হাজার ৩৭৮ জন ভোট প্রদান করেন।
নিয়ম অনুযায়ী, ২ হাজার ৪৮ ভোট পেলে প্রার্থীদের জামানত রক্ষা পেতো।
নির্বাচনের পর প্রাথমিক ফলাফল ঘোষণায় জানা যায়, ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাহবুবুর রহমান রক্সি পেয়েছে ৫৯ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সুরুজ মিয়া প্রার্থী পেয়েঠে ১১০ ভোট।
নির্বাচন দিতে নৌকা প্রতীকের প্রার্থী শাহ মো. সোহাগ রনিকে ১ হাজার ৬৯ ভোটে হারিয়ে জয় লাভ করেন সাবেক দুই বারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। তিনি চেয়েছেন ৮ হাজার ৩১১ ভোট আর নৌকা প্রতীকের প্রার্থী শাহ মো. সোহাগ রনি পেয়েছে ৭ হাজার ২৪২ ভোট।