শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার দাপুটে জয় ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে: দীঘি তাইওয়ানকে ৩৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র পালিয়ে থাকা নেতাদের হটকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা, যুবলীগ ক্যাডার সুমন গ্রেপ্তার শিল্পপতি বাবুলের উদ্যোগে চলছে বিনামূল্যে চিকিৎসা সেবা এক হাজার টাকায় না’গঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের ব্যানারে আগুন, আটক ১ সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রেতা জসিম গ্রেপ্তার মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে বাংলাদেশে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার দাপুটে জয়

  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০.১৬ এএম
  • ০ বার পড়া হয়েছে

অ্যাঙ্গোলার মাঠে আর্জেন্টিনার বড় জয় প্রত্যাশিত ছিল। সেই প্রত্যাশা অনুযায়ী শক্তিশালী দল নিয়ে মাঠে নামেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলসহ একঝাঁক তারকা নিয়ে আর্জেন্টিনা মাঠে নামলেও, স্বাগতিকদের শক্তিশালী রক্ষণ ভাঙতে কঠিন সংগ্রাম করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ২-০ গোলে জয় পেয়ে বছর শেষ করল আর্জেন্টিনা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে ক’দিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে আজ লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এই প্রীতি ম্যাচটিই লিওনেল মেসির দলের বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে এটি ছিল তাদের শেষ বড় পরীক্ষা।

অবশ্য ১২ মিনিটে আর্জেন্টিনা গোল খেতে বসেছিল। কর্নার থেকে তাদের শট ক্লিয়ার করতে পারেনি আর্জেন্টাইন রক্ষণভাগ। বাঞ্জার ব্যাকপোস্ট থেজে নেওয়া শট রুখে দিয়ে দলকে বাঁচান রুলি।

২১ মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের সুযোগ পান মেসি। তার চেষ্টা ব্যর্থ করেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে নেওয়া তার ডান পায়ের দুর্বল শট ক্রসবারের উপর দিয়ে যায়।

অবশেষে ৪৩ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে নিচু শটে জাল কাঁপান লাউতারো। বিরতির পর সেভাবে সুযোগ পায়নি আর্জেন্টিনা। তবে ৮২ মিনিটে ব্যবধান বাড়াতে পেরেছে ঠিকই। যদিও গোলটা ছিল অপ্রত্যাশিত। মেসি প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালালে বলের দখল হারান। স্বাগতিকেরা বল বিপদমুক্ত করলে পেয়ে যান লাউতারো। ততক্ষণে মেসি বক্সের ভেতরে। লাউতারো দ্রুত তাকে বল দেন, তারপর মেসি গোল করতে পেরেছেন সহজে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, নভেম্বর উইন্ডোতে একমাত্র ম্যাচে আর্জেন্টিনা কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছে। বিশেষ করে, কোচ লিওনেল স্ক্যালোনি নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে এই ম্যাচে ডাকেননি।

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি দর্শক। অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort