নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মরহুম খোদাবক্স মেম্বারের ২২তম মৃত্যুবার্ষিকী, আজ ১৫ই জাননুয়ারি তার (কনিষ্ঠ) ছেলে আলহাজ্ব ইমরান হোসেন মামুন বক্স দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে এবং অসহায় ও এতিমদের মাঝে খাবার বন্টনের ও দান খয়রাতের মাধ্যমে পালন করেন। ১৪ ই জানুয়ারিতে মসজিদে মসজিদে দোয়া পড়ানো হয় এতিম বাচ্চাদের জন্য সৎগা কোরআন মাজীদ দেয়া হয়, এবং তার নিজ বাড়িতে অনুষ্ঠানের জন্য খাবারের আয়োজন করা হয়, এলাকাবাসী এবং অসহায় এতিম শিশুরা অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ ও আলেম-ওলামাগণ উপস্থিত হয় এবং পরকাল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করে, সেই সাথে এলাকার এবং সমাজের অল্প বয়স ছেলেরা যেন ভুল পথে পা না বাড়ায়, বিভিন্ন নেশায় আসক্ত যেন না হয়, সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলে, বাবা মার সাথে যেন কোন সন্তান খারাপ আচরণ না করে, তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার ও ভালো আচরণ করে, সেই ব্যাপারেও কথা বলে। ইমরান হোসেন মামুন বক্স বলে “আমি আপনাদের সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই, আমার বাবার দেখতে দেখতে ২২ বছর মাটির নিচে শুয়ে আছে, আপনারা আমার এলাকার লোক আপনারা সাক্ষী রয়েছেন, আমার বাবা এই এলাকার জন্য এবং এই এলাকার মানুষের জন্য কত খেদমত করেছে কত অসহায় মানুষকে সাহায্য করেছে, তার কাছে কোন মানুষ সাহায্যয সহযোগিতার জন্য আসলে তিনি কাউকে খালি হাত ফিরিয়ে দিন নেই ।এটা আপনারও সাক্ষী রয়েছেন, এখানে আমার বাবার কয়েকজন বন্ধু রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিবেন, আমিও আমার বাবার মত আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই, সর্বশেষ আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেন বেহেেস্ত নসিব করেন, সেই সাথে আমাদের কেউ যেন আল্লাহ মাফ করে দেন।”এভাবে একে একে কয়েকজন এলাকার মুরুব্বীরাও মরহুম খোদাবক্স মেম্বারের কথা স্মরণ করে বিভিন্ন প্রশংসা করে এবং তার মাগফেরাতের জন্য দোয়া চাই, এলাকাবাসী ও আত্মীয়-স্বজন মিলে সবাই মরহুম মেম্বারের জন্য দোয়া ও প্রার্থনার মাধ্যমে আজ ১৫ই জাননুয়ারি মৃত্যুবার্ষিকী পালন করা হয়।