শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে কেঁপে উঠল না’গঞ্জ, স্কুলসহ বহু ভবনে ফাটল : দেয়াল ধসে শিশু নিহত তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল বন্দরে চোর সন্দেহে ৩ যুবক আটক, ২ ডাকাত গ্রেপ্তার বন্দরে তুলার প্রেস হাউজে ভয়াবহ অগ্নিকান্ড গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে চলছে তেল চুরির মহোৎসব শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রসঙ্গে রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু শ্রীলঙ্কাকে হারানোর দিনে সাকিব-নবীদের ক্লাবে রাজা মিস ইউনিভার্স: ‘ডাম্বহেড’ ফাতিমার বিশ্বজয়! ব্রিটনের নতুন ভিসানী‌তি: অর্থের বিনিময়ে দ্রুত মিলবে নাগরিকত্ব

মিস ইউনিভার্স: ‘ডাম্বহেড’ ফাতিমার বিশ্বজয়!

  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ২.৩৬ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

গোটা বিশ্বকে চমকে দিয়ে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যেও এমন অর্জন এবারই প্রথম।

২১ নভেম্বর বাংলাদেশের সকালে থাইল্যান্ডের ব্যাংককে এবারের আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এবার রানার-আপ হন থাইল্যান্ডের প্রাভীনার সিং এবং ভেনিজুয়েলার স্টেফনি আদ্রিয়ানা আবাসালি নাসের।

অনুষ্ঠানটি ছিল শুধু সৌন্দর্য-মঞ্চ নয়; ফাতিমার প্রতি সঞ্চালকের আপত্তিকর আচরণ, প্রতিদ্বন্দ্বীদের একত্রে প্রতিবাদ, বিচারকের পদত্যাগ—সব মিলিয়ে এক বড় রাজনৈতিক ও সামাজিক বিতর্কে পরিণত হয় এবারের চূড়ান্ত আসর। এর সবটুকু সামলেই মিস ইউনিভার্সের শিরোপা জিতে নেন ফাতিমা।

ঘোষণার পরেও সবাই ফাতিমাকে বিজয়ী হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিলেন না। অনেকেই ধারণা করেছিলেন, ‘মিস জালিস্কো’ ইয়োয়ানা গুতিয়েরেস মুকুট জিতবেন; কিন্তু যখন ফাতিমার নাম ঘোষণা করা হয়, দর্শকদের একটি বড় অংশ তীব্র প্রতিবাদ জানান।

মঞ্চে বিজয়ী ঘোষণার পর মাত্র চারজন প্রতিযোগী—লোরেনা লোপেজ, ফের্নান্দা পুমা, এমিরে আরেয়ানো ও এলেনা রোলদান ফাতিমাকে অভিনন্দন জানান। মঞ্চ ও গ্যালারির এসব প্রতিকূলতার মাঝেও নিজের আত্মমর্যাদা টিকিয়ে রাখেন ফাতিমা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যারা সত্যিই আমাকে ভালোবাসেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লোরেনা, ফের্নান্দা পুমা, এমিরে আর এলেনা—তারা প্রত্যেকেই প্রকৃত অর্থে এই শিরোপার যোগ্য।’

ফাতিমা আরও বলেন, ‘কেউই আমাকে এই মুকুট উপভোগ করা থেকে বিরত রাখতে পারবে না। কারণ যদি তুমি মুকুট অর্জন করে থাকো, তার মানে তুমি তার জন্য পরিশ্রম করেছ। এটাই আমি শিখেছি।’

এদিকে চূড়ান্ত রায় ঘোষণার আগেই এবারের আসরে ঘটে অবিশ্বাস্য এক অপ্রীতিকর ঘটনা। যার কেন্দ্রে ছিলেন ফাতিমা। আয়োজকদের এক কর্মকর্তা তোলেন, ফাতিমা থাইল্যান্ডকে সামাজিক যোগাযোগামাধ্যমে যথেষ্ট প্রচার করেননি। তিনি ফাতিমাকে ‘ডাম্বহেড’ (বোকা) বলেও কটূক্তি করেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীকে ডাকতে হয়। পরে সাংবাদিকদের ফাতিমা বলেন, ‘‘তিনি আমাকে ‘ডাম্ব’ বলেছেন। কারণ, তার সমস্যা আছে, আর সেটি অন্যায়। এসব বলে কেউ আমাদের চুপ করাতে পারবে না।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort