পাওয়ার প্লে ও ডেথ ওভারে দ্রুত উইকেট হারিয়ে দ্বিতীয় হারের শঙ্কায় পড়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু ডেভিড মিলারের ক্লাসিক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের টানা দ্বিতীয় জয়ের আশায় বালি ছিটাল তারা। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ঝড়ে ১ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে গেছে গুজরাট।
চতুর্থ ওভারে ডেভিড মিলার যখন ক্রিজে তখন ঘোরতর বিপদে গুজরাট টাইটান্স। ১৬ রানে নেই ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আরো দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরে যেতে দেখলেন ৮৭ রান হতেই। ষষ্ঠ ম্যাচে টানা দ্বিতীয় জয় পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে চেন্নাই সুপার কিংস। রশিদ খান তাদের আশায় জল ঢালেন মিলারকে নিয়ে। ৩৭ বলে দুজনের ৭০ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়।
কিন্তু ১৯তম ওভারে ডোয়াইন ব্রাভো শেষ দুই বলে রশিদসহ দুটি উইকেট নিয়ে রোমাঞ্চ ছড়ান। তাতে শেষ ওভারে গুজরাটের দরকার পড়ে ১৩ রান। প্রথম তিন ওভারে ৪৫ রান দেওয়া ক্রিস জর্ডান ব্যর্থতা ঢাকতে পারেননি। প্রথম দুই বল ডট দিলেও তৃতীয় বলে মিলারের কাছে ছক্কা হজম করেন। পরেরটি নো বল দিলে ফ্রি হিটে চার মেরে ব্যবধান কমান দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান এবং পঞ্চম বলে দুটি রান নিয়ে ম্যাচ জেতান। ১৯.৫ ওভারে ৭ উইকেটে ১৭০ রান করে গুজরাট।
মিলার ৫১ বলে ৮ চার ও ৬ ছয়ে ৯৪ রানে অপরাজিত ছিলেন। ২১ বলে ২ চার ও ৩ ছয়ে ৪০ রানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রশিদ।
এর আগে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে ৫ উইকেটে ১৬৯ রান করেছিল চেন্নাই। এছাড়া ৪৬ রান করেন আম্বাতি রাইডু।
৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাট। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।