স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাসদাইর বাজার কান্দন বাড়ির মাসুদার নেতৃত্বে তারই বাসার নিচ তলার ভাড়াটিয়ার রমরমা মাদক ব্যবসা। মাসুদার এই রমরমা মাদক বিক্রির দৌরাত্ম্য যেন কিছুতেই কামানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। এদিকে দফায় দফায়কৃত পুলিশের মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাসদাইর বাজার এলাকার বিভিন্নস্থানে এই মাসুদা তার সহযোগীসহ বেশ কিছু মাদক কারবারীরা দিনে -দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে। যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই মাদক ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অন্চ্ছিুক স্থানীয় একজন জানান, মাদক যেন মাসদাইরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পরেছে। যাকে ঘিরে নষ্ট হচ্ছেন শত শত যুব সমাজ। এদিকে বিগত দিনে মাদক ব্যবসার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে একের পর এক ক্রস ফায়ারে মতো ঘটনা সংঘঠিত হলে ও বর্তমানে সেই প্রথা বাতিল হওয়ায় মাদক যেন মুড়ির মতো কোন প্রকারের চিন্তা ছাড়াই বিক্রি করছেন মাসুদার মতো ব্যবসায়ীরা।
শহীদ মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি জানান,মাদক এই রাষ্ট্র ও সমাজের মারাত্মক একটি ব্যাধি। মাসদাইর বাজার এলাকায় এই মাদক ব্যাবসায়ী মাসুদার নাম আমরা শুনেছি। কিন্তু আমরা তাকে সরাসরি চিনি না। আসলেই তিনি একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদক ব্যবসা করেই মাসুদা অনেক টাকার মালিক হয়ে গেছেন। বর্তমান যুব সমাজকে রক্ষা করার জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, আমরা প্রথম থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো ট্রলারেন্স’। মাদকের সাথে যারাই সম্পৃক্ত থাকুক না কেন। সঠিক তথ্যের সাপেক্ষে সকলের বিরদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অবহৃত রয়েছে।